রিষরার পর কোন্নগড়


রবিবার,২৮/১০/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

রিষরার পর কোন্নগড় এবার কোন্নগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ভেজাল ঘি,অলিভ অয়েল, সাবান, প্রচুর পরিমানে নুন উদ্ধার হলো। গতকাল মধ্যেরাতে কোন্নগড়ের 1 নম্বর ওয়ার্ডের বাহাদুর রোজকের বাড়িতে আচমকাই হানা দেয় উত্তরপাড়া থানার পুলিশ। যেই বাড়িতে এই ভেজালের কারবার চলছিলো সেখান থেকে 4 জন কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর আনুমানিক 25 লক্ষ টাকা মূলের জিনিস উদ্ধার হয়েছে। আজ অভিযুক্ত 4 জন কে শ্রীরামপুর আদালতে তোলা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট