সোনাল ভেঙ্গুলকর প্রকাশ্যে শেয়ার করলেন তাঁর যৌন হেনস্থার ঘটনা


রবিবার,২৮/১০/২০১৮
1295

বাংলা এক্সপ্রেস---

#মিটু ঝড়ে উত্তাল গোটা বলিউডের অভিনেত্রীরা। নিজেদের সাথে হওয়া একের পর এক যৌন হেনস্থার কথা প্রকাশ্যে আনছেন। এবারে টিভি অভিনেত্রী সোনাল ভেঙ্গুলকর প্রকাশ্যে শেয়ার করলেন তাঁর যৌন হেনস্থার ঘটনা কাস্টিং ডিরেক্টর রাজা বাজাজের দিকে। রাজা সম্পর্কে টিভি অভিনেত্রী শিনা বাজাজের বাবা। সোনাল জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে একটি কাস্টিং ওয়েবসাইটে অডিশন দেওয়ার সুযোগ পান তিনি। সেখানেই রাজা নাকি জানিয়েছিলেন, সোনালকে দেখতে ভাল।

কিন্তু এই পেশা সম্পর্কে তাঁর আরও ভাল করে জেনে নেওয়া প্রয়োজন। তাই  হঠাত্ সোনালিকে কিছু জামা এনে পরে দেখতে বলেন। আমি অবাক হয়েছিলাম। জামা গুলো পড়ে আসার পর  সে সময় রাজা নাকি হাতে ক্রিম নিয়ে এসে তার শরীরে মেখে নিতে বলেন। তাতে নাকি ওই পোশাক ঠিক মাপে হবে। তার পর হঠাত্ই সোনালির কাছে চলে এসে জোর করে স্তনে ক্রিম মাখাতে শুরুকরে। সোনালি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সোনালি জানান সে দিন অডিশনে আমার সঙ্গে পরিবারেরও কেউ ছিল না। ফলে আরও ভয় পেয়ে গিয়েছিলাম।’’ ২০১২-তে কস্তুরবা মার্গ পুলিশ স্টেশনে গোটা ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সোনালি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট