পাড়ার মেয়েকে বিয়ে করার অপরাধ – একঘরে ছেলে পক্ষের বাড়ির লোক

পশ্চিম মেদিনীপুর: পাড়ার মেয়েকে বিয়ে করার অপরাধে একঘরে ছেলের ঘরের পরিবার। একঘরে, বয়কট এসব গ্রামে শোনা যেত এখন এসব পৌরসভার ওয়ার্ডেই ঘটছে। অবাক অাইনজীবি থেকে শিক্ষক সমাজ। এতদিন জানতাম গ্রামে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এখন পৌরসভার মধ্যেও দেখা যাচ্ছে। ঘাটাল পৌরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা চন্দন দোলই বিয়ে করেন ঐ ওয়ার্ডের বাসিন্দা সুপর্ণা বাগ-কে। তারপর থেকেই গ্রামবাসীরা মিটিং করে সিদ্ধান্ত নেয় ঐ পরিবারকে একঘরে করে দেওয়ার। গ্রামবাসীদের সবাইকে বলে দেওয়া হয় যারা ওদের সাথে কথা বলবে তাদেরই একঘরে করে দেওয়া হবে। পালিয়ে বিয়ে করেছিল বলে সুপর্ণার বাবা থানায় অভিযোগ জানায়, কিন্তু ছেলে মেয়ে তাদের দুজনেই সাবালক সাবালিকা হওয়ার জন্য কোনো মামলা হয়নি। তারপর তারা একসাথে থাকেন।

দেশ কমিটি ও গ্রামবাসীরা সালিশি সভা করে পাড়ার মেয়েকে বিয়ে করায় ছেলের পরিবারটি থেকে বাড়ির ব্রাহ্মনকে ঐ বাড়িতে পূজো করা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। চন্দন দোলই এর পরিবারের সাথে পাড়ার কেউ কথা বলতে পারবে না। যে বলবে তাদেরকেও বয়কট করা হবে বলে গ্রাম কমিটি নিদান দেয় এবং চন্দনের বাবা অজিত দোলই এর একটি চায়ের দোকান আছে গ্রামবাসীরা সমস্ত খরিদ্দারদের নির্দেশ দেন তার দোকানে যাওয়া চলবে না। এর ফলে অার্থিক সংকটে পড়েছে পরিবারটি। গ্রামের মানুষের থেকে পাওনা টাকা পাছে না এবং দোকানে বিক্রি বাটা না হওয়াই সংকটে পরিবার। তাই অজিত দোলই বাধ্য হয়ে সুরাহা পাওয়ার লক্ষ্যে ঘাটাল থানা, পৌরসভা, মহকুমাশাসক, পুলিশ সুপারকে লিখিত অাবেদন জানান যাতে ঘটনাটি তদন্ত করে দেখার জন্য। কিন্তু প্রায় এক মাস হয়ে গেলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ করেন অজিত বাবু।

গ্রামবাসীরাও জানান, পাড়ার মেয়েকে বিয়ে করায় একঘরে রাখার নির্দেশ দিয়েছে গ্রাম কমিটি। অামরা কি করব কথা যদি বলি অামাদেরও একঘরে বয়কট করার কথা জানিয়েছে। ঘাটাল কোর্টের অাইনজীবি সুদীপ্ত রায় জানান, এসব গ্রামে সিপিএমের অামলে ১০ বছর অাগে ঘটত এখন এসব শহরে শুনে অবাক লাগছে এসব হওয়া উচিত নয়। ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ঐ ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মালিক জানান, এরকম ঐ পাড়ায় হয়েই থাকে পরবর্তীকালে ঠিক হয়ে যায়। তবে এধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। বিষয়টি ঐ পাড়ার সাথে দূত কথা বলে মিটিয়ে দেবার ব্যবস্থা করছি। পরিবারটি একঘরে থেকে কবে মুক্তি পাবে তাঁর দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

12 hours ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

12 hours ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

12 hours ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

1 day ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

1 day ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

1 day ago