কলকাতা: শহীদ মিনার ময়দানে আর বসছে না বাজি বাজার। সেনাবাহিনী অনুমোদন দেওয় বন্ধ করে দিল। দীপাবলির আগে ক্রেতারা অপেক্ষা করতেন শহীদ মিনার ময়দানের বাজি বাজারের দিকে। এবছর সেই সাধ আর পূরণ হবে না। কলকাতায় মোট পাঁচটি বাজি বাজার বসে। শহীদ মিনার ময়দান, টালা পার্ক, পাটুলি, বিজয়গড় ও বেহালায়। এবার তা কমে হচ্ছে চারটি। শহীদ মিনার ময়দান সেনা বাহিনীর অধীনে, এবার সেনা বাহিনীর অনুমোদন না পাওয়ায় ফলে শহীদ মিনার ময়দানে হবেনা বাজি বাজার। অন্য চারটি বাজি বাজারের আয়তন বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে শহীদ মিনার ময়দানের বাজির দোকান গুলিকে স্থান করে দেবার। তবে তা কতটা সম্ভব হবে তা খতিয়ে দেখছে প্রশাসন।
শহীদ মিনার ময়দানে এবার বসছে না বাজি বাজার
শনিবার,২৭/১০/২০১৮
748
বাংলা এক্সপ্রেস---