ফের দলবদ্ধ ধর্ষণের শিকার


শনিবার,২৭/১০/২০১৮
416

প্রসেনজিৎ দাস---

আগরতলা: ফের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন জনৈক যুবতী। দুই যুবক মিলে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। বর্তমানে যুবতীর চিকিৎসা চলছে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে (জিবি হাসপাতাল)। হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবতীটি মানসিক ভারসাম্যহীন। এদিকে ঘটনার পর অভিযুক্ত দুই যুবক বেপাত্তা হয়ে গেছে। এখনও পুলিশ অভিযুক্ত দুই যুবকের কোনও খোঁজ পায়নি। তবে এ বিষয়ে উদয়পুরের আরকেপুর মহিলা থানায় দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪১ এবং ৩৭৬ ডি ধারায় ৫০/১৮ নম্বরে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বিজয়া দশমীর রাতে ২৩ বছরের ওই যুবতী তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, উদয়পুরের টেপানিয়ার একটি রাবার বাগানে মেয়েটির ওপর রাতের অন্ধকারে জনৈক সঞ্জয় সূত্রধর এবং রাকেশ দাস পাশবিক লালসা চরিতার্থ করেছিল। ঘটনার পর তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মেয়ের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে যুবতীটির জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। তবে উদয়পুর আরকেপুর মহিলা থানা থেকে জানানো হয়েছে, অতিসত্বর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা সম্ভব হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট