দুই নাবালিকা সহ এক মহিলার মুক্তির দাবীতে বিক্ষোভ


শনিবার,২৭/১০/২০১৮
397

বাংলা এক্সপ্রেস---
গোয়ালপোখর,উত্তর দিনাজপুর: গোয়ালপোখর থানার পাঁনজীপাড়া পতিতাপল্লী থেকে ধৃত দুই নাবালিকা সহ এক মহিলাকে শনিবার মুক্তির দাবীতে পুলিশ ফাঁড়িতে বাসিন্দাদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায়। পরে যদিও তৃণমূল নেতাদের মধস্থতায় বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাঁনজীপাড়া এলাকার পতিতাপল্লী থেকে স্থানীয় ফাঁড়ির পুলিশ তবস্সুম বেগম নামে এক মহিলা সহ দুই নাবালিকাকে উদ্ধার করে। অভিযোগ, ঝাড়খন্ড ও আসামের এই দুই নাবালিকাকে নিজের বাড়িতে রেখে ব্যবসা চালাতো তবস্সুম বেগম। গতকাল রাতেই ওই তিনজনকে পাঁনজীপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এই খবর ছড়িয়ে পড়তেই পাঁনজীপাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ধৃতদের মুক্তির দাবীতে বিক্ষোভ শুরু করে পতিতাপল্লীর বাসিন্দারা। বিক্ষোভের জেরে বিক্ষোভকারীরা ফাঁড়ি থেকে ধৃতদের ছিনিয়ে নিয়ে যেতে উদ্যত হলে পুলিশের সাথে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ফাঁড়িতে হাজির হয়ে স্থানীয় তৃণমূল নেতাদের মধস্ততায় পতিতাপল্লীর বাসিন্দারা বিক্ষোভ তুলে নেয়। এদিকে ধৃত তবস্সুম বেগমকে এদিন ইসলামপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া নাবালিকাদের হোমে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও নাবালিকাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পাঁনজীপাড়া ফাঁড়ির ইনচার্জ নন্দন কুমার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট