নারায়ণগড়ে বোমাবাজিতে আহত বিজেপি কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে


শনিবার,২৭/১০/২০১৮
385

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নারায়ণগড় থানার বিনাডিহা গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমে আহত বিজেপি কর্মী শহীদ খাঁ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে । বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, নিজের বাড়িতে একটি অনুষ্ঠান করছিলেন শহীদ খাঁ সে সময় তৃণমূলের উপপ্রধান রঞ্জিত বসু দলবল নিয়ে এসে হামলা চালায় বিজেপি কর্মীর বাড়িতে। অভিযোগ বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।

বোমার আঘাতে শহীদ খাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তৃণমূল নেতৃত্বর তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি নারায়ণগড় এর মকরামপুরে তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণ হয় । সে সময় বিস্ফোরণের ঘটনায় তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এদিন ফের বোমাবাজির অভিযোগে অস্বস্তিতে তৃণমূল শিবির । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিনাডিহি গ্রামে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট