চুরির খটনায় খড়গপুরে গ্রেপ্তার দুই অভিযুক্ত


শনিবার,২৭/১০/২০১৮
475

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কদিন আগেই পুরুলিয়ার দুই বাসিন্দা খড়গপুর স্টেশন এই কোলড্রিংক এর মাদক খাইয়ে প্রচুর পরিমাণে টাকা মোবাইল লুট করেছিল দুই অভিযুক্ত, নাম নারেন সিং মুড়া ও নিঝুম সাহা বারিন। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসেছিল রেল প্রশাসন।সিসিটিভি ফুটেজ দেখে এই দুই অভিযুক্তর বেশ কয়েকদিন ধরে খোঁজ চালাচ্ছিল রেল পুলিশ।

আজ মুম্বাই মেল থেকে নেমে যখন আবার সেই একইভাবে দুজন লোককে নিয়ে টিকিট কাউন্টার থেকে বাইরে নিয়ে যাচ্ছিল তখনই সিসিটিভিতে আবার এদের দেখে চিহ্নিত করে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। সঙ্গে সঙ্গে ওর পিছনে ধাওয়া দিয়ে দুজনকে হাতেনাতে পাকড়াও করে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। পিছনের থাবা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে এদের কাছ থেকে মাদক যেটাকে মিশিয়ে কোলড্রিংক এর মধ্যে খাওয়ানো হতো সেই ওষুধও উদ্ধার করেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট