আগরতলা: বিশ্রামগঞ্জের অমরেন্দ্রনগর এলাকায় রাস্তার পাশের জঙ্গলের স্তূপ থেকে একটি সদ্যজাত শিশু কন্যার উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এলাকাবাসীদের সহযোগীতায় পুলিশ এই সদ্যজাত শিশু কন্যাটিকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জের অনরেন্দ্রনগর এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে হঠাৎ করে একটি শিশুর চিৎকার শুনতে পায় স্থানীয় এলাকাবাসীরা। চিৎকার শুনতে পেয়ে জঙ্গলের কাছে গিয়ে এলাকাবাসীরা দেখতে পায় কাপড়ে মোড়ানো একটি সদ্যজাত শিশু কন্যা।
সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা বিশ্রামগঞ্জের থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। জানা গেছে, বর্তমানে শিশুটি বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এইদিকে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে চাইল্ড লাইন হোমের কর্মকর্তারা। তারা এসে শিশুটিকে দেখে এবং তারা জানান, তারা শিশুটিকে হোমে রাখার ব্যবস্থা করবে।