পশ্চিম মেদিনীপুর: ফের ঘর ভাঙলো তৃণমূলের। পুজোর ঠিক পরেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের প্রায় শ’খানেক তৃণমূল কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। বিজেপির জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত জানান জেলা সভাপতি শমিত কুমার দাস। তিনি জানান গড়বেতা ৩ নম্বর ব্লকের কাদরা ১৫১ নম্বর বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে ব্লক তৃণমূল নেতৃত্বের গণ্ডগোলের জেরে ওখানকার বুথ সভাপতি প্রবীর রায় সহ এই কাতরা গ্রামের প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক তাদের দলে যোগ দিলেন। এদিনই দলছুটদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস। এছাড়াও এদিন হাজির ছিলেন বিজেপি নেতা সৌমেন তেওয়ারি, রাজিব কুণ্ডু, শিবূ পানিগ্রাহী প্রমূখ। বিজেপির শক্তি বাড়াতে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি আরও তীব্রভাবে রাস্তায় নামবে সে ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি । ঘটনায় চরম অস্বস্তিতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল শিবির ।
পশ্চিম মেদিনীপুর ফের তৃণমূলের ঘর ভাঙলো বিজেপি
শুক্রবার,২৬/১০/২০১৮
410
বাংলা এক্সপ্রেস---