১০,৩২৩ চাকরী মামলার শুনানি আবার পিছিয়ে গেল


বুধবার,২৪/১০/২০১৮
480

প্রসেনজিৎ দাস---

আগরতলা, ত্রিপুরা : সুপ্রিম কোর্টে ১০,৩২৩ চাকরী মামলার শুনানি আবার পিছিয়ে গেল। বুধবার সুপ্রিমকোর্ট ১০,৩২৩ শিক্ষকের চাকরি মামলার শুনানি পিছিয়ে দিয়েছে এবং পরবর্তী শুনানি হিসাবে আগামী ১লা নভেম্বর দিন ধার্য করেছে বলে জানা গেছে। এদিকে ১০,৩২৩ শিক্ষকদের চাকরির মেয়াদ ২ বছর বাড়ানোর জন্য রাজ্য সরকার আগেই আবেদন করেছিল। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৯ মার্চ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছিল। পরবর্তী সময়ে বিগত দিনের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তাদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল। কারণ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০,৩২৩ শিক্ষকের চাকরির সময়সীমা ছিল। পরবর্তী সময়ে ১ জানুয়ারি ২০১৮ থেকে অ্যাডহক ভিত্তিতে তাদের চাকরি ছয়মাস বৃদ্ধির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত তাদের অ্যাডহক ভিত্তিতে চাকরি থাকলেও বর্তমান রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে আবেদন করেছে ২০২০ সাল পর্যন্ত ২ বছরের জন্য মেয়াদ যে বাড়ানো হয়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট