ভগবানগোলাঃ ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক সরকারি কর্মচারীর। মৃতের নাম দিলীপ হাজরা(৫৮)। বুধবার সকালে বহরমপুর কাশিমবাজার ষ্টেশন থেকে ট্রেনে করে ভগবানগোলা কর্মস্থলে যাচ্ছিলেন দিলীপ বাবু। এদিন বেলা ৯টা নাগাদ ট্রেনে করে যাবার সময় ভগবানগোলা এবং সুবর্নীমৃর্গী ষ্টেশনের মাঝে ট্রেন থেকে থুতু ফেলতে গিয়ে পা হড়কে পড়ে যান রেললাইনের উপর। ঘটনার খবর পেয়ে ভগবানগোলা ষ্টেশনের রেলপুলিস ঘটনাস্থলে গিয়ে আহত ব্যাক্তিকে গুরুত্বর জখম অবস্থায় নসীপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষন পড়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। মৃতের বাড়ি বহরমপুর থানার কাশিমবাজার কান্তনগর এলাকায় বলে জানা গিয়েছে। সূত্রের খবর মৃত দিলীপ হাজরা ভগবানগোলা ২নং ব্লকের নসীপুর গ্রামীন হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মী ছিলেন। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু
বুধবার,২৪/১০/২০১৮
620
বাংলা এক্সপ্রেস---