আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা


মঙ্গলবার,২৩/১০/২০১৮
540

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়: অভিযোগ পুজোর ছুটির পর এখনও খোলেনি আইসিডিএস কেন্দ্র। প্রতিবাদে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ভাঙড় ২ ব্লকের শানপুকুর অঞ্চলের উত্তর কচুয়া গ্রামের।

মঙ্গলবার ঘড়ির কাঁটা যখন বারটা অভিভাবকরা এসে দেখেন তখনও খোলেনি অঙ্গণওয়ারি কেন্দ্রটি। তাদের অভিযোগ এলাকার সব কেন্দ্র চালু থাকলেও এই কেন্দ্রটি তিনদিন ধরে বন্ধ।

সূত্রমারফৎ জানা যায় অঙ্গনওয়ারী কর্মী সেন্টার বন্ধ রেখে পরিবারের সাথে বীরভুম ভ্রমণে গিয়েছেন। এবিষয়ে রাঁধুনির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,দিদিমনি বেড়াতে গেছে, এই তিনদিনের খাদ্যসামগ্রী সেন্টার খুললে দিয়ে দেওয়া হবে। তবে গ্রামবাসীদের অভিযোগ এবিষয়ে আগাম কোন কিছু জানানো হয়নি তাদের।

তাদের আরও অভিযোগ এর আগেও একাধিকবার এরকম অনিয়ম করা হয়েছে। গ্রামবাসীদের দাবী অঙ্গনওয়ারী কর্মী ও রাধুনিকে সরিয়ে দিতে হবে।তা না হলে তারা তালা খুলতে দেবেনা।

স্থানীয় বিডিও কৌশিক কুমার মাইতি এবিষয়ে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমানিত হলে অঙ্গনওয়ারি কর্মী ও সহায়ককে শোকজ করা হবে।শোকজের জবাব শন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট