বহরমপুরঃ যাত্রী বোঝায় বাস উল্টে জখম প্রায় ৩০-৩৫ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাত সকালে বহরমপুর থানার ঘুর্নীর মোড় সংলগ্ন এলাকায়। এদিন খুব সকালে একটি বেসরকারী বাস ডোমকল থেকে যাত্রী বোঝাই করে বহরমপুর আসছিল। বহরমপুর থানার ঘুর্নীর মোড় এলাকায় আসতেই অপর একটি বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে করতে গিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছের ডালে ধাক্কা মারে যাত্রী বোঝায় বাসটি। ঘটনাস্থলেই উল্টে যায় বেসরকারী বাসটি। দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৩০-৩৫জন বাস যাত্রী জখম বলে জানা গিয়েছে। তাদের মধ্যে গুরুত্বর আহত ৭জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা গ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে তুলে আনে এবং পরিস্থিতি সামাল দেয়।
যাত্রী বোঝায় বাস উল্টে জখম
মঙ্গলবার,২৩/১০/২০১৮
528
বাংলা এক্সপ্রেস---