ঝাড়গ্রাম: রাত পোহালেই কোজগরী লক্ষ্মীপুজো।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে এবারে দেবী লক্ষ্মীপুজোয় ব্রতী হবেন আপমর বাঙালী। মা চলে গিয়েছেন শ্বশুর বাড়ি। এবার মর্তে আসার পালা তাঁরই এক মেয়ের।দরজায় কড়া নাড়ছে কোজাগরী লক্ষ্মী পুজো।কোজাগরী কথার অর্থ হল রাত জেগে মা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ করা।ধনলাভের আশায় এই পুজো প্রধানত করা হয়।মায়েরা মেতে উঠবেন লক্ষ্মীর আরাধনায়।বাড়িতে বাড়িতে বেজে উঠবে শঙ্খ, কাঁসর থেকে ঢাক।মা লক্ষ্মীর আরাধনায় কোনোরকম খামতি রাখতে চাইবেন না কোনো পরিবার।তাই জোরকদমে চলছে মায়ের পূজনীয় দ্রব্যের কেনাকাটার সঙ্গে লক্ষ্মীপ্রতিমা কেনার পালা।ক্রেতারা লক্ষ্মীপ্রতিমা কিনতে ব্যস্ত।ঝাড়গ্রাম বাজারে সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়।
ঝাড়গ্রাম বাজারে কোজাগরী লক্ষ্মীপ্রতিমা কিনতে ব্যস্ত ক্রেতারা
মঙ্গলবার,২৩/১০/২০১৮
618
বাংলা এক্সপ্রেস---