পশ্চিম মেদিনীপুরে এটিএম ভেঙে টাকা লুঠ দুষ্কৃতীদের


মঙ্গলবার,২৩/১০/২০১৮
520

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারে অপর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্তারে ঢুকে মেশিন ভেঙে প্রায় লহ্মাধিক টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতি । মঙ্গলবার রাত দুটো নাগাদ মুখে কাপড় বেঁধে ডেবরা বাজারের অ্যাক্সিস ব্যাংকের একটি এটিএম কাউন্টারে ঢুকে টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী । উল্লেখ্য, এই এটিএম কাউন্টারে ৪ সিসিটিভি ছিল, যার মধ্যে ১ টি সিসিটীভি’তে ধরা পড়েছে এক দুষ্কৃতি হেলমেট পরে কাউন্টারে ঢুকে একে একে ৩ টি সিসিটীভি নস্ট করে তারপর এটি এম এম মেশিন ভেঙে টাকা লুঠ করে পালায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ । মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়েই পৌঁছে ডেবরা থানার পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট