কপিলের বিয়ে কার সাথে ?


মঙ্গলবার,২৩/১০/২০১৮
1141

বাংলা এক্সপ্রেস---

বলিউডে একের পর এক বিয়ের সানাই বেজে চলছে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের তারিখ ঠিক হতে না হতেই এবার প্রেমিকা জিন্নি চারতাহকে নিয়ে ছাদনাতলায় যেতে চলেছেন কপিল শর্মা৷ ১২ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা৷ জলন্ধরেই জিন্নির বাড়ি৷ তাই ওখানেই বিয়ে করবেন কপিল ও জিন্নি৷ বেশ ধূমধাম করেই ছেলেমেয়ের বিয়ে দিতে চায় দুই পরিবারই৷ তাই সেভাবেই বিয়ে হবে তাঁদের৷কপিল ও জিন্নির পরিচয় সেই কলেজ জীবনে৷ তখন থেকেই একে অপরকে পছন্দ করতেন তাঁরা৷ এর আগে দুজনকে একসঙ্গে ‘হাস বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল৷

মঞ্চে তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ যদিও তখন জানা ছিল না, ভিতর ভিতর প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছিল তাঁদের৷ মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল শর্মা৷ বিয়ের দিন সামনে আসে সোমবার৷ তবে কানাঘুষো শোনা যায় ইতিমধ্যেই বাগদান পর্বও নাকি সেরে ফেলেছেন কপিল-জিন্নি৷ যদিও এ খবরের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে৷ নিজের কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে মুম্বইয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন কপিল৷ আর গার্লফ্রেন্ড থাকেন জলন্ধরে৷ তিনিই বাবার ব্যবসার দেখাশোনা করেন৷ ফলে এই লাভবার্ডদের দেখা সাক্ষাৎ একটু কমই হয়৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট