কলকাতা: পঞ্জাবের অমৃতসরে ট্রেনের ধাক্কায় প্রাণহানি ঘটেছে বহু মানুষের। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। দায় এড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। দায় নিতে নারাজ পঞ্জাবের কংগ্রেস পরিচালিত সরকারও। এদিকে এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে দিশেহারা অবস্থা নিহত ও আহতদের পরিবারের সদস্যদের। এই রাজনৈতিক তরজা বন্ধ হোক। রবিবার “বাংলা এএক্সপ্রেস”কে দেওয়া একান্ত সাক্ষাতকারে এমনই মন্তব্য করলেন রানি রাসমনির নাতবউ তথা অতীন্দ্রনাথ দাস এস্টেটের প্রধান শ্যামলী দাস। তিনি দাবি করেন, এই ভয়াবহ ঘটনার যথাযথ তদন্ত হোক। তদন্ত করে দেখা হোক ওই ঘটনার জন্য দায়ি কে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যাবস্থারও দাবি জানিয়েছেন রানি রাসমনির বর্তমান এই বংশধর। শ্যামলী দেবী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। একসময় রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়। বর্তমানে তিনি বিজেপি নেতা। প্রয়োজনে মুকুল রায়কে দিয়ে এই ঘটনার তদন্ত করানোর ব্যাবস্থা করুন মোদি সরকার।
অমৃতসরের ঘটনায় রেল মন্ত্রক কখনই দায় এড়াতে পারে না বলে এদিন মন্তব্য করেন শ্যামলী দাস। রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। শ্যামলীদেবী দাবি করেন, প্রয়োজনে সিবিআইয়ের হাতে এই ভয়াবহ দুরর্ঘটনার তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হোক। এই অমানবিক ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মত প্রকাশ করেন তিনি। এদিন “বাংলা এক্সপ্রেস”কে শ্যামলী দাস আরও বলেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এই নিয়ে তৎপর হওয়া উচিত যাতে ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়। তিনি বলেন, যদি সবাই একটু সতর্কতা অবলম্বন করতেন, সাধারণ মানুষকে সাবধান করতেন তাহলে হয়ত এই দুর্ঘটনা এড়ানো যেত। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন তিনি। নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন শ্যামলী দাস।