পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার হীরাপাড়ই এলাকায় এক ব্যক্তি বাইকে তেল ভরতে এসেছিল কাটাইখাল তেলপাম্পে।ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির।
পুলিশ সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম কানাই সিং,বয়স আনুমানিক ৪০ বৎসর,মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
লরির ধাক্কায় মৃত্যু বাইক অরোহীর
মঙ্গলবার,২৩/১০/২০১৮
428
বাংলা এক্সপ্রেস---