খড়গপুরে রেলের ই টিকিট জালিয়াতিতে গ্রেপ্তার ট্রাভেল এজেন্সির দুই কর্ণধার


মঙ্গলবার,২৩/১০/২০১৮
453

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ই টিকিট জালিয়াতি কাণ্ডে অভিযান চালিয়ে খড়গপুর রেল পুলিশের অপরাধ দমন শাখা গ্রেফতার করল এক ট্রাভেল এজেন্সির দুই কর্ণধার কে । মুনমুন রাউৎ ও বিশ্বজিৎ সিনহা নামে এই দুই ট্রাভেল এজেন্ট ব্যক্তিগত শতাধিক ভুয়া একাউন্টের মাধ্যমে তৎকাল টিকিট কেটে জালিয়াতি করছিল বলে অভিযোগ । রেল পুলিশের অপরাধ দমন শাখার ছয় সদস্কযের বিশেষ দল বেশ কয়েকদিন ধরেই নজর রাখছিলেন এই ট্রাভেল এজেন্সির ওপর । রেল পুলিশ সূত্রে খবর, শতাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে কয়েক লক্ষ টাকার ই টিকিট এবং তৎকাল টিকিট জালিয়াতি করেছে করেছে এই ট্রাভেল এজেন্সি ।সোমবার সকালে মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচকে এই ট্রাভেল এজেন্সির দপ্তরে হানা দিয়ে রেল পুলিশের অপরাধ দমন শাখা ২লক্ষ ৬হাজার ৫০ টাকা বাজেয়াপ্ত করে । বাজেয়াপ্ত করা এ দুটি কম্পিউটার একটি প্রিন্টার সহ বেশ কিছু নথি । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই জেরা করে একটি বড় চক্রের হদিস মিলেছে ।

কিভাবে চলত কালোবাজারি ?রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ,প্রাথমিকভাবে রেলের অনুমোদিত সংস্থা আইআরসিটিসি বৈধ এজেন্ট হয়ে এই কারবার চালানো হচ্ছে । বৈধ এজেন্ট হওয়ায় সহজেই রেলের চোখে ধুলো দেওয়া সম্ভব হচ্ছে । জানা গিয়েছে তৎকাল টিকিটের ক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে একটি বিশেষ সফটওয়্যার এর নাম “রেড চিলি” । এই সফটওয়্যার এর মাধ্যমেই হ্যাকিং করে রেলের তৎকাল পরিষেবার টিকিট জালিয়াতি করা হচ্ছে । গোয়েন্দাদের অনুমান এর পিছনে রয়েছে বড় কোনো চক্র যার খোঁজ পেতে ইতিমধ্যেই বিভিন্ন জংশন গুলিতে তল্লাশি শুরু করেছে রেল পুলিশের অপরাধ দমন শাখা । মঙ্গলবার অভিযুক্তদের তোলা হবে আদালতে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট