পশ্চিম মেদিনীপুর: পাগলা কুকুরের কামড়ে আহত ৪টি গ্রামের প্রায় ৪০জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের ২ নম্বর ব্লকের তিন নম্বর বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বড়আকনা, কালাকড়ি, গোপালপুর, বারুনিঘাট গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকেল থেকে রাত্রি আটটা পর্যন্ত এই ৪টি গ্রামের প্রায় ৪০ জনকে একটা পাগলা কুকুর ঘায়েল করে, বাদ য়ায়নি ছোট শিশুরাও। কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এলাকাবাসীরা ঘিরে ফেলে এবং তাকে মেরে ফেলে।এই ঘটনার পরে আহতদের চন্দ্রকোনা টাউন হসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়।
পাগলা কুকুরের কামড়ে আহত প্রায় ৪০জন
মঙ্গলবার,২৩/১০/২০১৮
473
বাংলা এক্সপ্রেস---