ঝাড়গ্রাম: দুর্গাপুজোর খরচের ঝোড়ো ইনিংসের রেশ এখনও কাটেনি। আবার গৃহস্থের ঘরে আসতে চলেছেন লক্ষ্মীদেবী। অন্যান্য বারের মতো এ বারও এই পুজোর আগে বাজারে জিনিসপত্রের দর চড়ে গিয়েছে। কিন্তু এ বার মাস শেষে সম্পদের দেবীর আরাধনা করতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তেরা। থলে তো ভরছেই না, উল্টে পুজোর জন্য বাজারের লিস্টে কাটছাঁট করে দেবীকে অল্পেতেই সন্তুষ্ট করার পথে হাঁটছেন অনেকেই। উল্টো দিকে পসরা সাজিয়েও হিসেবি গৃহস্থের এইরকম কেনাকাটার বহর দেখে অসন্তুষ্ট ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ‘‘বিক্রিবাটা বেশি না হলে আমাদের লক্ষ্মীলাভ কী ভাবে হবে?’’
দুর্গাপুজার সময়েই ফল-ফুলের দাম যা বাড়ার চড়ে গিয়েছে। লক্ষ্মীপুজোর আগে ঝাড়গ্রামে ফলের দাম অগ্নিমুল্য । মঙ্গলবার বাজার ঘুরে দেখা গেল, কিলো প্রতি নারকেল ৩০ টাকা, কাশ্মীরি আপেল ও সিমলার আপেল ৮০ থেকে ১০০ টাকা, ন্যাসপাতি ১০০ টাকা, কমলালেবু ৬০ থেকে ৮০ টাকা, লালু আলু ৪০ টাকা কেজি, দিশি কলা ৩০ থেকে ৪০ টাকা প্রতি ডজন হিসেবে বিক্রি হচ্ছে ।