দলছুট এক হাতি প্রাথমিক স্কুলের দরজা ভেঙে সাবাড় করল মিড ডে মিলের চাল


সোমবার,২২/১০/২০১৮
592

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: দলমার দলছুট এক হাতি গ্রামে হানা দিয়ে প্রাথমিক স্কুলের দরজা ভেঙে সাবাড় করল মিড ডে মিলের চাল। শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের দুধকুন্ডি গ্রামের ঘটনা। জানা গিয়েছে, কয়েকদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলমার পালের ২০-২২টি হাতি। দলছুট একটি হাতি শনিবার রাতে দুধকুন্ডি গ্রামে ঢুকে পড়ে। স্থানীয় বাদিনা আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের লোহার দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে হাতিটি চালের বস্তা টেনে বের করে খেয়ে নেয়। এলাকাবাসীর অভিযোগ, হাতি তাড়াতে সহযোগিতা করছে না বন দফতর। ডিএফও বাসবরাজ হলাইচ্চি ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বন দপ্তরের এক আধিকারিক বলেন, হাতির দলটিকে এলাকা থেকে সরানোর চেষ্টা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট