পশ্চিম মেদিনীপুর: দাসপুরের জয়রাচক্ গ্ৰামে কয়েক মাস আগে ড্রীমল্যাণ্ড নামে একটি রেস্টুরেন্ট চালু হয়। গ্ৰামবাসীদের কথা অনুযায়ী রেস্টুরেন্ট টি শুধুই খাওয়ার দোকান হিসেবে শুরু হয়। কিন্তু এই পূজোয় ঐ রেস্টুরেন্টে মদ বিক্রি এবং বারে পরিনত হয়।গ্ৰামবাসীগন মনে করেন যে খাওয়া দাওয়া র পাশাপাশি মদ বিক্রি হলে এই গ্ৰামে অসামাজিক কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পাবে। তাই আজ বিকেলে গ্ৰামের সংস্কৃতি তথা সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অগনিত নারী পুরুষ বিক্ষোভ মিছিল শুরু করে। পরে রেস্টুরেন্টে ভাঙচুর ও করা হয়। এখন পরিস্থিতি খুবিই উত্তপ্ত। পুলিশে খবর দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করায় এলাকা এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
মদের দোকান খোলার প্রতিবাদে দাসপুরে বিক্ষোভ দোকান ভাঙচুর
রবিবার,২১/১০/২০১৮
740
বাংলা এক্সপ্রেস---