সিমরন হোয়াটমোরের ঝোড় শতকে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর উইন্ডিজের


রবিবার,২১/১০/২০১৮
754

বাংলা এক্সপ্রেস---

গুয়াহাটি: ভারতের বিরুদ্ধে গুয়াহাটিতে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচে ছন্দ ফিরে পেল উইন্ডিজ।সিমরন হোয়াটমোরের ঝোড় শকক ও কিরন পাওয়েলের দ্রুত অর্ধশতকের ডানায় ভর করে ক্যারিবিয়রা ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে।৫০ ওভারে আট উইকেট হারিয়ে তারা এ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

হোয়াটমোর মাত্র ৭৮ বল খেলে করেন ১০৬ রান।এটি তার তৃতীয় সেন্চুরি।পাওয়েল করেন ৩৯ বলে ৫১ রান।তার এটা নবম অর্ধশতক।এছাড়া উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার করেন ৩৮ রান,সি হোপ ৩২ ও রভিম্যান পাওয়েল ২২। দেবেন্দ বিশু ও কেমার রোচ যথাক্রমে ২২ এবং ২৬ রান করে অপরাজিত থাকেন।এদের মধ্যে ৪০ বলে ৪৪ রানের কার্যকরি পার্টনারশীপ গড়ে ওঠে।

টিম ইন্ডিয়ার হয়ে জুযবেন্দ্র চাহল ১০ ওভারে ৪১ রান দিয়ে সর্বাধিক ৩ উইকেট নেন।মহম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা ১০ ওভার করে হাত ঘুরিয়ে ২ টি করে উইকেট তুলে নেন।শামি খরচ করেন ৮১ রান।জাদেজা দেন ৬৬ রান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট