গঙ্গারামপুর থানা ফুলবাড়ি নাকোর এলাকার বাসিন্দা মেরিনা বিবির বিয়ে হয়েছিল তপন থানার রামচন্দ্রপুর পুরের মালাহার এলাকায়। বিবাহর পর থেকেই বাপের বাড়িতেই থাকতেন মেরিনা বিবি কিন্তু গ্রামেরই কিছু লোক তাকে উত্তপ্ত করতে বলে অভিযোগ তার দাদা ইমামুল মিয়ার। ইনামুল মিয়া বলেন আমজাদ আলী নামে এক ব্যক্তি তার বোন কে উত্ত্যক্ত করতো।এবং কিছু দিন আগে তাকে বাড়ি থেকে নিয়েও চলে যায় আমজাদ আলী, স্থানীয় লোক ও প্রশাসনের চেষ্টায় ফিরে আসলেও গত কাল রাত থেকে আবারো নিখোঁজ হয় মেরিনা বিবি। তার দাদার অভিযোগ আমজাদ আলী এবং তার সাক্রেতরাই তার বোন কে আবার কিডন্যাপ করেছে। এবং কিডন্যাপ করে মেরে ফেলেছে। আজ তার ক্ষতবিক্ষত দেহ নাকোর এলাকার জমির মধ্যে এক ডোবার মধ্যে পাওয়া যায় ঘটনার পরই ছুটে আসেন গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী।
ক্ষতবিক্ষত দেহ উদ্ধার গঙ্গারামপুরে
রবিবার,২১/১০/২০১৮
504
বাংলা এক্সপ্রেস ---