জঙ্গীপুরঃ জঙ্গীপুরের ধুলিয়ানে নৌকা বাইচের মাধ্যমে প্রতিমা বিসর্জন হয় প্রতিবারের মতো এবারেও। জঙ্গীপুর মহকুমার বিভিন্ন প্রতিমা ধুলিয়ান গঙ্গায় বিসর্জন করা হয়। এছাড়াও ডোমকল থানার জিৎপুরেও নৌকা বাইচের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। অসংখ্য প্রতিমা গঙ্গার ঘাটে এনে নৌকায় তুলে নিয়ে গিয়ে কিছুক্ষন নৌকাতে প্রতিমাকে ঘোরানো হয়। তারপর মাঝ গঙ্গায় মা কে বিসর্জন করা হয়। উপস্থিত দর্শনার্থীরা গঙ্গার ধারে ভিড় জমান।
জঙ্গীপুরের ধুলিয়ানে নৌকা বাইচের মাধ্যমে প্রতিমা বিসর্জন
রবিবার,২১/১০/২০১৮
470
বাংলা এক্সপ্রেস ---