আঁটোসাঁটো নিরাপত্তায় মেদিনীপুরে চলছে প্রতিমা নিরঞ্জন


রবিবার,২১/১০/২০১৮
474

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুরঃ- দেখতে দেখতে কেটে গেছে দূর্গোৎসবের চারটে দিন । এবার দেবীকে নিরঞ্জনের পালা ।মেদিনীপুরে দশমীর রাতে কি চলছে দেবী নিরঞ্জনের প্রক্রিয়া । শহর লাগোয়া কংসাবতীর তীরে গান্ধীঘাটে চলছে দেবী নিরঞ্জনের কর্মসূচি । প্রশাসনিক তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো । সূত্রের খবর মেদিনীপুর শহরে ১৩৯ টি পুজো হয় এবার । এরমধ্যে দশমীর রাতে বিসর্জন গিয়েছে ৮০ টি প্রতিমা। একাদশীতে বিসর্জন দেওয়া হচ্ছে ৪৫ টি প্রতিমা । বাকি ১৪ টি প্রতিমা বিসর্জন দেওয়া হবে দ্বাদশীর দিন । ঘাটে মেদিনীপুর পৌরসভার পক্ষে রাখা হয়েছে একটি পে-লোডার ।

প্রতিটি প্রতিমা নিরঞ্জনের পরেই কাঠামো গুলি সরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র যাতে পরের প্রতিমা নিরঞ্জন এ কোন অসুবিধা না হয় । ঘাটের ধারে রয়েছে ডিএসপি পদমর্যাদার একাধিক অফিসার ।রয়েছে বিশাল পুলিশবাহিনীও । অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাটের সামনে মজুত রাখা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের । পাশাপাশি পুরো নিরঞ্জন প্রক্রিয়াটি জেলা প্রশাসনের তরফে ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে রাখা হচ্ছে । রাখা হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবাও । জেলায় কার্নিভ্যাল না হলেও প্রতিমা নিরঞ্জনের সমস্ত রকম ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসনের আধিকারিকরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট