ব্যবহৃত জলাশয় কচুরিপানায় দীর্ণ,সমস্যায় এলাকাবাসী


শনিবার,২০/১০/২০১৮
653

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুরঃ- জেলার গোয়ালতোড় থানার ট্যারাবাঁধ,এই জলাশয় ওই এলাকার প্রায় দুশো’টি পরিবার ব্যবহার করেন।বর্তমানে এই জলাশয়টি কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ায় ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে এলাকাবাসীর বক্তব্য কিছু দিন আগেই প্রশাসনের তরফ থেকে পরিষ্কার করা হয় এই জলাশয়,কিন্তু তার পরেও ফের ভরে গেছে কচুরিপানায়।কচুরিপানা মুক্ত করার স্থায়ী সমাধান আশা করছেন স্থানীয়রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট