ঠাকুর দেখতে গিয়ে মারুতি জলে


শনিবার,২০/১০/২০১৮
551

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- ঘাটালের ১৭ নং ওয়ার্ডে গোবিন্দপুরে অাজ ভোর রাতে একটি মারুতি জলে উল্টে যায়। স্থানীয় মানুষদের চেষ্টায় উদ্ধার করে মারুতিতে থাকা লোকজনদের। সবাই সুস্থ বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারুতি গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিল অাড়গোড়ার বাসিন্দা। ভোর রাতে গোবিন্দপুরে একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে জলে পড়ে যায়। মারুতিতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় মানুষ শুনতে পেয়ে ছুটে এসে জল থেকে উদ্ধার করে। সবাই সুস্থ অাছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট