ঝাড়গ্রাম:– দুর্গাপূজার অন্যতম অঙ্গ কুমারী পূজা। মহাষ্টমীতে বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপে এবং সাবেকি বাড়িরগুলিতে কুমারী পূজার প্রচলন আছে। অনেক জায়গাতে নবমী তিথিতেও কুমারী পূজা হয়ে থাকে। হিন্দুশাস্ত্র মতে, কোলাসুর নামে এক অসুর স্বর্গ ও পৃথিবী অধিকার করে নিলে অন্যান্য দেবতারা মা কালীর শরণাপন্ন হন, মাকালী কুমারী রূপে কলাসুরকে বধ করেন এবং স্বর্গ ও পৃথিবী উদ্ধার করেন। সেই প্রথা মেনে দুর্গাপূজার অষ্টমদিনে কুমারী পূজা হয়ে থাকে। কিন্তু এ পূজোর প্রচলন বাড়ে স্বামী বিবেকানন্দ সময় থেকে।এবারে মহানবমীর তিথিতে ঝাড়গ্রামের পূর্বাঞ্চল ক্লাবে কুমারী পুজো করা হয় । উমা রূপে পূজো করেন পুরোহিতরা। তাকে লাল বেনারসি পরানো হয়। ফুলের সাজে সাজানো হয়। এরপর দুর্গা প্রতিমার সামনে সিংহাসনে বসিয়ে শুরু হয় পূজো-অর্চনা ও আরতি। ঝাড়গ্রামে কুমারী পূজা দেখতে ভিড় জমান এলাকার প্রান্তের মানুষ।
ঝাড়গ্রামের পূর্বাঞ্চল ক্লাবের ঐতিহ্যবাহী কুমারী পূজা
বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
882
বাংলা এক্সপ্রেস---