বহরমপুরঃ- বহরমপুর ভট্টাচার্য্যপাড়া থিম “উমা এলো সোনার বেসে”। ২৫কেজি সোনার গয়না দিয়ে সাজানো প্রতিমাকে দেখতে জেলার মানুষের ঢল নামে তৃতীয়ার সন্ধ্যা থেকেই। ষষ্টির রাত্রে এই প্রতিমা দেখার জন্য প্রায় ১কিলো মিটার দূর পর্যন্ত দর্শনার্থীরদের লম্বা লাইন পড়ে যায়। এই বছর সোনায় সাজানো প্রতিমা দেখার আগ্রহ নিয়ে মানুষ রাস্তায় নামে। সকলেই একবার এত বিশাল পরিমান সোনায় সাজানো প্রতিমা দেখতে চাই। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এই পুজো মন্ডপকে পুরস্কৃত করে গেছেন। পুজোর কর্মকর্তার আপ্লুত এই পুজো করে।
বহরমপুর ভট্টাচার্য্যপাড়া ২৫ কেজি সোনার গয়না দিয়ে সাজানো প্রতিমাকে দেখতে জেলার মানুষের ঢল
বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
631
বাংলা এক্সপ্রেস---