বহরমপুর মধ্য সৈদাবাদ পুজো কমিটির এবারের থিম “মা এবার অথৈই জলে”


বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
512

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ- বহরমপুর মধ্য সৈদাবাদ পুজো কমিটির এবারের থিম “মা এবার অথৈই জলে”। বিশ্বউষ্ণায়নকে সামনে রেখে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে এই থিম তারা করেছেন বলে জানান পুজো উদ্যোক্তারা। আগামী দিনে বিশ্বউষ্ণায়নের ফলে কি ঘটতে পারে। পৃথিবীর ৩ভাগ জল এবং ১ভাগ স্থল। এই উষ্ণায়ন এখন থেকে রোধ করতে না পারলে আগামীতে পৃথিবীর সমস্তই জলে পরিপূর্ন হবে। তা মা দূর্গাকে অথৈই জলের মধ্যে দেখা গিয়েছে। বিশ্ববাংলা এই পুজোকে জেলার সেরা প্রতিমার শিরোপা দিয়েছে। ষষ্টির দিন রাত্রে প্রচুর দর্শনার্থী ভিড় জমান এই প্রতিমা দেখার জন্য। তারা জানান যে লাইন দিয়ে প্রতিমা দেখে তারা সার্থক।

https://youtu.be/oaoOMiNC-Dw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট