বহরমপুরঃ- বিষ্ণপুর আমরা কজন ক্লাবের এবারের থিম “বৌদ্ধ মঠ”। ক্লাব কর্তারা জানান যে তারা এবার নেপালের বৌদ্ধ মঠ করে জেলার মানুষকে খুশি করেছে। বিশাল এই মঠে রয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নাগর দোলা, ছোটদের বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। প্রতি বছরের ন্যায় এবারও তারা মানুষের মন জয় করেছেন। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী প্রতিমা দর্শনে এগিয়ে আসেন। মঠের সম্মুখেই রয়েছে বিশাল আকারের বৌদ্ধদেবের মূর্তি।
https://youtu.be/LQlUrYrPcbY