বহরমপুরঃ- বিষ্ণপুর অনামি সংঘ এবারের থিম “মাতৃ শক্তি”। ক্লাব কর্তা এবং পুজো উদ্যোক্তা সোনু বাজপেয়ী জানান যে, যেভাবে নারীদের উপর অত্যাচার নেমে আসছে সেই অত্যাচারের প্রতিবাদ করার উদ্দেশ্য ন্যেই তাদের এই থিম। নারী শক্তির বৃদ্ধি হোক বলেই তারা মনে করেন। বিশাল আকারের এই প্যান্ডেলে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি লাগানো রয়েছে। সেগুলি বেশির ভাগ উলের তৈরী বলে তারা জানান। মেয়ারাই প্রধান শক্তি, মেয়েরাই সমাজ তৈরী করে সেগুলিই এখানে তুলে ধরা হয়েছে। প্রতিবছর এখানে অনেক বড় বড় থিমের কাজ হয় এবারেও তারা সেই দিক থেকে পিছিয়ে নেই এটাই তাদের প্রমান। বিশ্ববাংলার পক্ষ থেকে সেরা প্যান্ডেলের শিরোপা তারাই জিতেছেন।
https://youtu.be/pd82LlLWCds