রাজডাঙা নব উদয়ন সংঘের পুজো মন্ডপে জমজমাট ভীড়


বৃহস্পতিবার,১৮/১০/২০১৮
1041

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: কলকাতা যে সব পুজো এবছর অধিকাংশ পুরস্কার ছিনিয়ে নিয়েছে তার মধ্যে অন্যতম রাজডাঙা না উদয়ন সংঘ। মন্ডপের শিল্পীর হাতের ছোঁওয়ায় যেন প্রাণ ফিরে এসেছে। বড় বড় কাঠের গুঁড়ি খোদায় করে অসাধারণ শিল্পকলা ফুটিয়ে তুলেছেন শিল্পী। চতুর্দিকে কাপড়ের কাজ ও রাতে আলার কারুকার্য অন্য মাত্রা এনে দিয়েছে। প্রতিমাও অতি আকর্ষনীয়। চতুর্থী থেকেই পুজো মন্ডপ ও প্রতিমা দেখতে জনস্রোত শুরু হয়েছে। অষ্টমীর সকাল থেকেও ছিল জনতার ঢল।

https://youtu.be/OflF21A-ASg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট