নিষ্ঠার সঙ্গে অষ্টমীতে সন্ধি পুজো কসবার রাজডাঙায় বিশ্বাস বাড়িতে


বুধবার,১৭/১০/২০১৮
797

বাংলা এক্সপ্রেস ---

কলকাতা: মহাষ্টমীতে জমজমাট রাজডাঙার বিশ্বাস বাড়ি। নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ রীতি-নীতি-ঐতিহ্য মেনে সকালে অষ্টমীর অঞ্জলী পর্ব চলে। ঘড়ির কাটায় ১২ টা বাজার সঙ্গে সঙ্গে অনুষ্ঠিত হয় সন্ধি পুজো। পুজোর দিনগুলিতে বাড়ি ভর্তি আত্মীয় পরিজন। যাঁরা কাছে থাকেন তাঁরা যেমন এসেছেন তেমনি দুবাই থেকে আত্মীয়রাও অংশ নিয়েছেন পুজোর আয়োজনে। ব্যস্ততার মাঝেও আপ্যায়নে কোন রকম খামতি রাখছেন না বাড়ির কর্তা বিকাশ বিশ্বাস ও বাড়ির অন্যান্যরা। নবমীতে পুজোর রীতি মেনে কুমারী পুজো হবে বলে জানালেন বিকাশবাবু।

পুজোর ইতিহাস সম্পর্কে কথা বলে জানা গেল: জীবন্ত সতীদের দিয়ে মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মন্ত্রের মাধ্যমে। কসবার রাজডাঙায় বিশ্বাস বাড়ির পুজোয় এই নিয়ম হয়ে আসছে কয়েক বছর ধরে। ষষ্ঠীর সন্ধেতে শুরু হয় বিকাশ বিশ্বাসের বাড়ির পুজো। আগে প্রতিপদে পুজো শুরু হত। এখন পঞ্চমীতেই প্রতিমা আসে। মহালয়ায় তর্পন করে ঘট বসে এখানে। পরিবার সূত্রে জানাগিয়েছে, গৃহকর্তা ১০বছর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। টিউমার ধরা পড়ে। জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি দেবীর কাছে মানত করেছিলেন যে সুস্থ হয়ে উঠলে পুজো করবেন। বিকাশবাবু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। বিশ্বাস বাড়িতে শুরু হল দেবী দুর্গার আরাধনা। আগে তাঁর পূর্বপুরুষরা সিলেটে পুজোর আয়োজন করত। রাজডাঙায় বিকাশবাবু সারাজীবন পুজো চালিয়ে যেতে চান। পুজোর চারদিন ঘরোয় অনুষ্ঠানও হয়। সঙ্গে থাকে ভোগের ব্যাবস্থা। নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন হয় বিশ্বাস বাড়িতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট