মায়ের আরাধনায় মন্ত্রী সৌমেন মহাপাত্র


মঙ্গলবার,১৬/১০/২০১৮
510

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- প্রতি বছরের ন্যায় পিংলা বিধানসভা এলাকার পিন্ডরুই গ্ৰামে নিজ জন্মভূমির বাড়িতে প্রতি বৎসরের ন্যায় এই বছর ও মায়ের আরাধনায় ব্রতী জেলার একমাত্র মন্ত্রী তথা এলাকার বাসিন্দা ও স্থানীয় বিধায়ক সৌমেন মহাপাত্র। এই পূজো টি মহাপাত্র বাড়ির পূজো বলে খ্যাত। বাড়ির পূজো হলেও পাশাপাশি গ্ৰামের মানুষ এর অংশগ্রহণ দেখলে মনে হবে সার্বজনীন পূজা। বছরের চারটি দিন শত ব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয় হাজির হবেন নিশ্চিতভাবেই। পূজোর এই চারটি দিন শত ব্যস্ততার মধ্যেও বাড়ির সদস্যরা যে যেখানে ই থাকুক ঠিক হাজির হবেন এই উৎসবের অংশগ্রহণ করতে। বাড়িতে তখন চাঁদের হাট। পূজোর আচারে মন্ত্রী সৌমেন বাবু স্বয়ং ব্যাস্ত থাকলেও সদা সর্বদা নজর রাখছেন জেলা এবং রাজ্যের কোনায় কোনায় কোথায় কি ঘটনা ঘটেছে। সম সময় খোঁজ খবর নিচ্ছেন দেহরক্ষী দের কাছ থেকে। তাই সবার মঙ্গলের জন্যে মায়ের কাছে প্রার্থণা করেছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট