হারানো লোক সংস্কৃতি আজও বিদ্যমান গোয়ালতোড়ের খাপরিভাঙ্গাতে


মঙ্গলবার,১৬/১০/২০১৮
481

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:– লোক সংস্কৃতি মানের লাল পাহাড়ী রাঙামাটির পথ, শাল পিয়াল, মহুয়া ঘেরা গ্রাম। এখন বেঁচে আছে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি। মূলত গ্রাম বাংলার মাটিতে লোক সংস্কৃতি জীবিত আছে। শীতের আগমন এলেই যেন মনে নাড়া দিয়ে ওঠে ধুমসা মাদলের আওয়াজ। শীতের মিঠে রোদে শাল মহুয়ার প্রত্যন্ত গ্রামগুলিতে দেখতে পাওয়া যায় বিভিন্ন লোক সংস্কৃতি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শিল্পীদের ভাতার ব্যবস্থা করে। এই ভাতা থেকে বঞ্চিত গোয়ালতোড়ের খাপরিভাঙ্গা গ্রামের লোক শিল্পীরা। প্রত্যন্ত গ্রামের লোক শিল্পীদের কাছে পৌঁছায়নি সরকারী ভাতা পাওয়ার খবর। এমনই আক্ষেপ এলাকার লোক শিল্পীদের। ভাত পাননি বলে কি তাদের উৎসাহে ভাটা পড়েছে? না। আজ প্রায় চল্লিশ বছর ধরে খাটি নাচ করে আসছেন খাপরিভাঙ্গার রঞ্জিত আহির, মঙ্গল হাঁসদারা। তাই তো সারা দুপুর জুড়ে আম গাছের ছায়ায় বসে একমনে করে চলেছেন খাঁটি নাচের অনুশীলন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট