বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং এ ধাক্কা মেরে ডাকাতিয়া খালে উল্টে গিয়ে দূর্ঘটনা


মঙ্গলবার,১৬/১০/২০১৮
580

সুমন করাতি---

হুগলি: আরামবাগ থেকে কোলকাতা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিং এ ধাক্কা মেরে ডাকাতিয়া খালে উল্টে গিয়ে দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার কালুবাটি গ্রামের কাছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশংখ্যা রয়েছে।এখনও পর্যন্ত 5 জন মৃত ও 20 জন আহত। বাসটি গড়েরঘাট থেকে আসছিল। আহতদের হরিপাল গ্রামীন হাসপাতালে চিকিত্সা চলছে। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

https://youtu.be/fEqtRDEvNPk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট