ঝাড়গ্রামে জেলা পুলিশের উদ্যোগে প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের ব্যবস্থা


মঙ্গলবার,১৬/১০/২০১৮
521

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলার প্রবীণ নাগরিকদের প্রতিমা দর্শনের জন্য মহাষষ্ঠীর দিন থেকে শুরু হল বিশেষ বাস পরিষেবা এবং পূজোর রূট ম্যাপ ও প্রকাশ করা হয়। সোমবার জেলা শহর সহ ঝাড়গ্রাম ব্লকের প্রতিমা দর্শনের জন্য দুটি বাসে করে বৃদ্ধ-বৃদ্ধাদের ঘোরানো হয় বিভিন্ন পূজামণ্ডপে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবছর এই অভিনব পরিষেবা চালু করা হয়েছে। ঝাড়গাম জেলার আটটি থানা এলাকার প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ঝাড়্গ্রামে এদিন পতাকা নেড়ে বাস সার্ভিস চালু করেন ডিআইজি পশ্চিমাঞ্চল জিপি সিং, পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি আরতি সরেন, সাংসদ উমা সরেন ও বিধায়ক সুকুমার  হাঁসদা। উল্লেখ্য, পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় নির্দেশ দেন মানুষ যাতে নিশ্চিন্তে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার ব্যবস্থা নেওয়ার। সেইমত ঝাড়গ্রাম জেলার পুলিশ প্রবীণ নাগরিকদের বাসে করে পুজো মণ্ডপে ঘোরানোর সিদ্ধান্ত নেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট