ঝাড়গ্রাম:– পুজোর সময় রবিবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল জামবনী থানার চিল্কিগড় এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবনী থানার চিল্কিগড় থেকে গিধনি যাওয়ার রাস্তায় চিল্কিগড় হাইস্কুল সংলগ্ন জঙ্গল এলাকায় রাস্তার গাছে লাগানো ছিল পোস্টারগুলি। পোস্টারে মাওবাদী নামাঙ্কিত লাল কালিতে লেখা হয়েছে, ‘গরিবের টাকা খাওয়া, মৃত্যুর মুখে যাওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনা ও নির্মল বাংলা শৌচালয় সঠিক ভাবে কাজ হওয়া চাই। চাষীরা সঠিক মূল্য পাচ্ছে না কেন? পুলিস-প্রশাসন অযথায় রাস্তায় মানুষকে হয়রানি করা হচ্ছে কেন?’ এদিন সকালে খবর পেয়ে পুলিস পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। জামবনী এলাকায় এই পোস্টারকে একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিস প্রশাসনের একাংশ। জামবনী সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকা থেকে এ রাজ্যে মাওবাদীদের আনাগোনা শুরু হয়েছে। ঝাড়গ্রামের পুলিস সুপার রাঠোর অমিতকুমার ভরত বলেন, পোস্টার উদ্ধার হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
মাও পোস্টার উদ্ধার জামবনীর চিল্কিগড়ে
সোমবার,১৫/১০/২০১৮
665
বাংলা এক্সপ্রেস---