পঞ্চমীর দুপুরে তুহিনা মন্ডলের এক মুঠো জ্যোৎস্না উদার আকাশ প্রকাশনের গ্রন্থ উদ্বোধন করলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ


সোমবার,১৫/১০/২০১৮
6481

বাংলা এক্সপ্রেস---

কলকাতা:চেনা অলিগলির অচেনা গল্প তুহিনা মন্ডলের এক মুঠো জ্যোৎস্না উদার আকাশ প্রকাশনের গ্রন্থ উদ্বোধন করলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ।
পুজোর প্রেম যেমন রয়েছে, তেমনই রয়েছে অত্যাচারের কাহন। রয়েছে সমকামীদের জীবনের কিছু আবেগ অল্প কথায় তুলে ধরার চেষ্টা।
আশেপাশে ঘটে যাওয়া টুকরো ঘটনা, রাগ-দুঃখ-অভিমান-অনুযোগ, এই নিয়েই লেখা তুহিনা মণ্ডলের “এক মুঠো জ্যোৎস্না।” বইটির প্রকাশ করেছে উদার আকাশ প্রকাশন।

মহালয়ার দিন বিকেলে বইটি উদার আকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ তুহিনার হাতে তুলে দেন।
বইটির লেখিকা তুহিনা মণ্ডল বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত।
কি নিয়ে লেখা এই বই? বই এর মূল আকর্ষণই বা কি?

নিজের লেখা প্রথম বই “এক মুঠো জ্যোৎস্না ” প্রসঙ্গে বলতে গিয়ে তুহিনা জানান, লেখালিখিটা শখে করতেন। পরে ফেসবুকে লিখতেন কিছু ঘটনা, অনুগল্প, কবিতা।
বই লেখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্যারের থেকেই অনুপ্রেরণার প্রাপ্তি। তার কথায়, বই এর নামটাও স্যারেরই দেওয়া। লেখাগুলো লেখার জন্য উৎসাহ দিয়েছিলেন স্যারই।

আমরা পথ চলতি অনেক ঘটনা হয়ত দেখি। জানতেও চাই। সেই চেনা ঘটনাগুলোকেই আরো একটু কাছ থেকে চেনানোর জন্যই লেখাগুলো দিয়ে একটি বই প্রকাশ হলো জানালেন তুহিনা।

রবিবার পঞ্চমীতে বইটির ঘরোয়া ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ। উপস্থিত ছিলেন ড.শহীদ ইকবাল, প্রফেসর বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি সব্যসাচী দেব, কবি অনুরাধা মহাপাত্র, অধ্যাপক ইমানুল হক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট