কলকাতা: গত সাত বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে কালিকাপুরের পাইকবাড়িতে। মহা পঞ্চমীর দিন এই বাড়ির পুজো উদ্বোধন করতে হাজির হয়েছিলেন অভিনেতা দেব। বাড়ির কর্তা ভোলা পাইকের উদ্যোগে আয়োজিত এই পুজোয় প্রতি বছরই তারকার সমাবেশ ঘটে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। দেবকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে পাড়া পড়শি- সকলের মধ্যেই উন্মাদনা ছিল তুঙ্গে। উচ্ছ্বসিত দেবও। তিনি জানালেন, পঞ্চমীতেই যে ভীড় তা প্রমান করে বাংলার মানুষ এখন কতটা উৎসবের মেজাজে রয়েছেন। পুজোর সবকটা দিনই উৎসবের আমেজে কাটাবেন। জানালেন তিনি।
দুর্গাপুজোয় পাইক বাড়ির অন্যতম বৈশিষ্ট্য দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা। বাড়ির কর্তা ভোলা পাইক জানালেন, ১০ হাজারের বেশি মানুষেরর হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। দশমী পর্যন্ত রোজই নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানালেন তিনি।
https://youtu.be/A8XCgUym4t4