পদ্মাবতের প্রাসাদ করে তাক লাগিয়ে দিল কাচরাপাড়ার ত্রিপর্ন


রবিবার,১৪/১০/২০১৮
712

বাংলা এক্সপ্রেস---

পদ্মাবতের প্রাসাদ করে তাক লাগিয়ে দিল কাচরাপাড়ার ত্রিপর্ন ৷ কয়েক লক্ষ টাকা ব্যায় করে তৈরী করা হয়েছে এই মণ্ডপটি ৷ অবিকল বাস্তবের মিল খুঁজে পাওয়া যাবে বাঘমোড় তথা জেলার এই জনপ্রিয় পূজোয় ৷ ক্লাব এর প্রধান কর্তা সমাজসেবী প্রবীর সরকার বলেছেন প্রতি বছরই মানুষ অভিনব কিছু আশা করে আমাদের কাছে ৷ আশাকরি এবার সবকিছু কে ছাপিয়ে যাব আমরা ৷৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট