নদীয়া: কল্যাণীর আই টি আই মোড় সার্বজনীন দূর্গোৎসবের পূজামণ্ডপ শনিবার ফিতে কেটে শুভ সূচনা করলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল ও নায়িকা কয়েল মল্লিক উজ্জ্বল উপস্থিতিতে ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়।
প্রায় ৭০ ফুট উঁচু এই মণ্ডপ নির্মাণে লেগেছে কয়েক কোটি হোমিওপ্যাথির কাঁচের ছোটো শিশি ও নকল হীরে। একটি একটি করে শিশি ও হীরে দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের রূপ। মণ্ডপ তৈরির প্রধান শিল্পী উইলিয়াম সরকার বলেন প্রায় চারমাস ধরে দিনরাত এক করে প্রায় পঞ্চাশ জন শিল্পী এই নির্মাণ তৈরি করছে। শুধু মণ্ডপই নয় প্রতিমাতেও রয়ছে বিশেষ চমক। প্রতিমার সজ্জায় রুদ্রাক্ষ দিয়ে নির্মিত অলংকারে ব্যবহার করা হচ্ছে। কথা বলছিলাম পূজামণ্ডপ নিয়ে কল্যাণীর অভিষেক পালের সঙ্গে।