এক টুকরো আন্দামান এবার বড়িশায়


রবিবার,১৪/১০/২০১৮
905

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মহানগরীর বুকে খুঁজে পাওয়া গেল এক টুকরো আন্দামানকে। বড়িশা সার্বজনীন এর পুজো মন্ডপে ভাবনার বিকাশে উঠে এসেছে জারোয়াদের বাসস্থান ও তাঁদের আদি অকৃত্রিম সংস্কৃতি। শিল্পীর সুনিপুণ দক্ষতায় ভাস্বর হয়ে উঠেছে দেশের আদি প্রজাতির জীবনধারা ও জীবনবোধ। সেই সঙ্গে কষাঘাত করা হয়েছে আধুনিকতার নামে যে ধ্বংসলীলায় মেতে উঠেছে মানুষ তার বিরুদ্ধেও। দর্শনার্থীদেরর কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এখানকার মন্ডপ। প্রতিমাও অসাধারণ ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে।

https://youtu.be/blBD0mdDxTs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট