বিধায়িকার মহিলা পরিচালিত দুর্গা পূজা


রবিবার,১৪/১০/২০১৮
519

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:–  ডেবরার বিধায়ক সেলিমা খাতুন বিবির উদ্যোগে ডেবরা সরকারী আই টি আই কলেজ ক্যাম্পাসে শুরু হতে চলেছে প্রথম বর্ষের দুর্গাপুজো। যেখানে এলাকার মহিলারা সমবেত হবে পুজোর দিন গুলিতে।কমিটির নাম দেওয়া হয়েছে ঐকান্তিক।  কয়েক দিন আগেই হয়ে গিয়েছে খুঁটি পুজো। কিছুদিন আগে ব্যান্ডপার্টি সহযোগে ডেবরা বাজার এলাকায় একটি মিছিল  করে পুজো কমিটির বেশ কিছু মহিলা উদ্যোক্তারা।

জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সমস্ত মহিলারা যাতে এই পুজোতে সামিল হন, সেই বার্তা নিয়েই চলে এই মিছিল। প্রথম বছরের এই পুজোতে  মন্ডপ ও প্রতিমাতে থাকবে থিম বাজেট ৪ লক্ষ টাকা, প্রতিমা সাবেকী ঘরানার, প্যান্ডেলের গড়ন স্থানীয় মন্দিরের আদলে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এই পুজোকে ঘিরে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো।পুজোর উদ্যোক্তা স্থানীয় বিধায়ক সেলিমা খাতুন উনার সঙ্গে সহযোগিতা করছেন আমিনা খাতুন জামিলা বিবি রহিমা বিবি দিপালী সিং লিলি সোরেন সুপর্ণা সিং, সভাপতি কল্যাণী রানা, সম্পাদীকা জয়ন্তী ভট্টাচার্য্য, সুমনা রানা সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট