তৃতীয়ার রাতে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগরে


শনিবার,১৩/১০/২০১৮
633

বাংলা এক্সপ্রেস ---

নদীয়া: তৃতীয়ার রাতে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার কৃষ্ণনগরে।অভিযোগ,শুক্রবার মধ্যরাতে রাজকুমার দত্ত নামে এক তৃণমূল কর্মীর বাড়ী লক্ষ করে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা।সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার রাধানগর অন্নপূর্ণা সরণির বাসিন্দা রাজ কুমার দত্ত এর বাড়ীতে শুক্রবার মধ্যরাতে হঠাৎই বোমা ছোড়ে দুষ্কৃতীরা।বোমার বিকট আওয়াজে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে দেখে ধোঁয়ায় গোটা বাড়ি ভরে গেছে।

বোমা ফাটার আওয়াজের তীব্রতায় ভেঙে যায় কাচের জানলাও।পরে শনিবার সকালে এলাকার লোকজন দেখতে পায় রাজকুমার দত্তের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বেশ কয়েকটি বোমা।শুধু তাই নয় একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। এরপর কোতোয়ালি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে না ফাটা প্রায় 6 টি বোমা উদ্ধার করে নিয়েযায়।শারদ উৎসবের প্রাককালে এহেন বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতংক ছড়িয়েছে এলাকায়।কে বা কারা কি কারণে এই বোমাবাজির ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট