বহরমপুর ভট্টাচার্য্যপাড়া, বি টি কলেজ বটতলা দূর্গাপুজো কমিটির ২৫কেজি সোনার সাজের প্রতিমা


শনিবার,১৩/১০/২০১৮
693

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ- বহরমপুর ভট্টাচার্য্যপাড়া, বি টি কলেজ বটতলা দূর্গাপুজো কমিটির ২৫কেজি সোনার সাজের প্রতিমা “উমা এলো সোনার বেশে” প্রতিমার শুভ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন করে ফিতে কেটে এই পুজোর শুভ উদ্বোধন করেন। জেলায় এই ধরনের পুজোয় তিনি বেজায় খুশি বলে জানিয়েছেন। এদিন মন্দির প্রাঙ্গনে ঢুকে তিনি ঢাক বাজিয়েছেন। জেলাবাসীকে পুজোর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য সহ জেলার কয়েকজন বিধায়ক। এদিনের অনুষ্ঠানে পুলিসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া পুলিসি পাহারার মধ্যে দিয়ে পুজো কমিটির সদস্যরা দর্শনার্থীরা প্রতিমা দর্শন করাচ্ছেন।   

https://youtu.be/m7i8GWsHqDE

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট